Monday, April 13, 2020

পূর্বা মুখোপাধ্যায়-এর কবিতা




রসিয়া
      
আলতো, খুব আলতো ওই আলো
বেসেছিলাম ভালো

আলতো, এত আলতো ওই হাসি
এখনও ভালোবাসি

অন্ধ আমি,আলতো ছুঁতে আড়াল লাগেনা
অন্ধ করে বাঁচিয়েছ ভাগ্যিস !

তুমি আমায় আলতো ভাষা শেখাও
আলতো যবের শিষ


আঙুল জানেনা,
মন কীভাবে লিখিত হল পায়ে
তুমি পা রেখেছ আনমনে লুকোনো কাঁটায়
"ওই অকথিত আনন্দের ছাপে
আমার পাপড়িগুলি ঝরে যাক" বলে
পথ এত রাঙালাম, কুসুমে চরণচিহ্ন দিও।

গোলাপ জানেনা, কেন ফুটেছিল কাল।
আমি জানি। 
লুকোনো কাঁটার দোষে রাতুল চরণে আমি 
মধু ঢালি, শ্রীচরণকমলেষু, আবিরগুলাল...

2 comments:

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি