Monday, April 13, 2020

শুভব্রত বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
বছরের প্রথম লেখা 

আমরা ফাঁকা ডাকবাক্সের সামনে দাঁড়িয়ে কতবার বলেছি,
"আমাদের স্বরবর্ণ তোমরা চুরি করলে কেন?
কেন এত দ্রুত বদলে দিলে ঠিকানা?
আমরা কেবলই ভুল ফুটপাথে উঠে পড়ি,
শব্দের দিকে বাড়িয়ে ধরি লাঠি,
তবু তারা বারবার হোঁচট খায়, বারবার..."

পিয়ানোর চাবি উপড়ে নিয়ে আমরা লোকটাকে বলেছিলাম,
"এবার শুনতে পাচ্ছ?...এখনও নয়? তোমার জন্মের
আড়াইশো বছর পরও তোমার লুকনো চিঠি
শুধু কান্নার কথাই বলে, এবার অন্তত হেসে ওঠো"

জলের সামনে বসে আমরা রাতের পর রাত
ঝড়ের গান গেয়েছিলাম

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি