Monday, April 13, 2020

অরুণাভ সরকার-এর কবিতা




বহমান

সেসব তো বলিনি আজও, ভুলিনি তথাপি,
নিস্পৃহ থাকার চেষ্টা করি এই রাতে;
আমিও দেখেছি ঝড় ,ঝড়ের আভাস
অলঙ্কারে অলঙ্কারে রক্তিম আকাশ
আস্থা-অনাস্থার প্রান্তে ,এবং পৃথিবী
ভরে ছিল অস্থিরতা, সেইদিন, তুমি
জানো অহেতুক কিছু নয়, জীবনের
অংশ সব, বহমান, একথা যথার্থ
আমাদের জাগরণে পার্থক্য অনেক;
আবার মিলিত হব স্বপ্নে, আশা রাখি

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি