Sunday, April 12, 2020

স্বাগতা চৌধুরী-র কবিতা





ভালোবাসাবাসি

#ভালোবাসাবাসির কথা অন্য অনেকে বলে থাকে
আমাদের কথা হয়নি তেমন কোনো
গঙ্গার দক্ষিণবাহী স্রোতে যুবক যুবতীরা 
মরাল ও মরালী সহাস্যে ভেসে চলে
অনেক রাত্রি হলে মুটের ঘরের কালোকুলো বউ
কুপি জ্বালিয়ে ঘরে ধূসোবালি রুটি বেলে
দিনমানে আকাট খেটে গিলেকুটে আসা
মরদ ঘরে ফেরার আশায়
খাপরার ঘরটি তার কপালের জ্যোতিতে অমনি উজল
বোসবাড়ির খোঁড়া মেয়ে কপালের ত্রিগুণদোষে যার
বিয়ে হল না এজন্মে, সন্ধের তারাটি দেখে নিত্যপ্রদীপ জ্বালে
ভাইয়ের সংসার , আহা ,নিজেরইতো হল, মঙ্গল হোক।
বন্ধুদের অকূলস্রোত, উল্লাস, মদের ঠেক , অস্হির তবলার বোল ছাড়িয়ে , শশ্মানের আগুন খুঁড়ে যায় চখাচখী
নদীয়ার দূর গাঁয়ে চকচকে জ্যোৎস্নায় কীর্তনের আসর বসে
রাই জেগে ওঠেন মধ্যযামিনী পার হলে
বাঁকেবিহারীর তরে গোঁসাই পাগল
দেহবোধ, কামভাব , প্রেমের অরূপ মধু
সবই ভুলাইল, ভাসাইল চরাচর
ভালোবাসাবাসির কথা এরা প্রায়শই বলে থাকে
আমাদের তেমন কিছু হয়নি কখনো।

নির্মোহ

যাবার সময় হয়নি এখনও
তবু একে একে টান ছেড়ে গেছে
সাজ উড়ে গেছে, খসেছে মায়াবল্কল
যে আছে কঠিন নির্বাসনে
তাকে হঠাৎ ডাক দেবে বলে
প্রিয় সুর , প্রিয় কলি
অতি অতিপ্রিয় মুখগুলি
বাতাসী কল্লোলে ভেসে আসে
অযত্নের কাঠগোলাপের চারা
বেতের বেড়ার ফাঁকে
উছলানো রূপ নিয়ে ডাকে
তবুও কি ফেরাবে না মুখ
তবুও কি দেখবে না ফিরে
এক জনমের সাধনার ধন
আত্মীক সব সুতো ছিঁড়ে হায়
অকস্মাৎ ডোবে সুবর্ণরেখায়।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি