Monday, April 13, 2020

নির্মাল্য কুমার মুখোপাধ্যায়-এর কবিতা




মৃত্যু বাথান


যদি
সাদা রঙের সাপ্টা ব্যথার ভেতর থেকে
সোজা রঙের নদী,  দেখ
হারিয়ে যাচ্ছে।
যদি
করোটির পেট থেকে ভয় চুরি করে ঢালা বিষধান
বমির মতো দু এক ফোঁটা ফলিডল-শ্বাস  উগরে পাচ্ছো ক্ষত।
যদি
হিমোগ্লোবিন কম
ফ্যাকাশে শীর্ণ কোন ঢলঢলে রুলিপড়া কাটা কবজি পাও রক্তনদীর খুব কাছে।
যদি
চাপাতির কোপে কোপে নামা
রাং থেকে ঝোলা ফোঁটাগুলো টপটপ করে
শায়িত কপালে, ঠোঁটের  ওপর পড়ে।
যদি
ঘুম ভাঙে, আর দেখ
সিলিং থেকে ঝুলছে
সাদা কাপড়
নিচের দিকটা কালচে লাল জমাট।
যদি
ধুণি জ্বেলে বসে থাকা বাল্মীকিকেও  সওদা
করতে দেখ করোটির ভেতর আলোয় আলো
আর ধারে কাছে কেউ নেই
তবে
জানবে
লালচে কাদার পাড়ে
জমে থাকা খাগড়ার জঙ্গলে
কাদা রক্ত কফে মাখা অনন্ত বৈরাগ্যের মতো
কবরের নিচে খুব
টান টান ব্যথা নিয়ে
শুয়ে আছে
পিশাচের প্রেত।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি