জোৎস্না
ঝিঁঝিঁ পোকার শব্দে এখনও পাতারা ডুব দেয় আরো গভীরতর ছন্দে।
প্রেমিকের গন্ধ উড়ে গেছে আকাশের দিকে।
শুধু তার চোখ, কান, ঠোঁট এখনও অসংলগ্ন
শিশিরের কণার চেয়ে উজ্বল রাতের পাশে শুধুই চুপচাপ।
গাভীর চোখের কোণে জমে থাকা আগমনী ছবি বারবার ভাসে
বন পেরোলেই নিরাপদ আশ্রয়।
অথচ প্রতিটা বসন্ত জানে রঙিন স্বপ্নের ঘোর কতটা স্থায়ী।
কতটা জটিলতায় বেড়ে ওঠে রাতের অন্ধকার।
গভীর বোধের ছবি আঁকা হয়ে রইলো
ReplyDelete