Monday, April 13, 2020

শূদ্রক উপাধ্যায়-এর কবিতাজোৎস্না

ঝিঁঝিঁ পোকার শব্দে এখনও পাতারা ডুব দেয় আরো গভীরতর ছন্দে।
প্রেমিকের গন্ধ উড়ে গেছে আকাশের দিকে।
শুধু তার চোখ, কান, ঠোঁট এখনও অসংলগ্ন
শিশিরের কণার চেয়ে উজ্বল রাতের পাশে শুধুই চুপচাপ।

গাভীর চোখের কোণে জমে থাকা আগমনী ছবি বারবার ভাসে
বন পেরোলেই নিরাপদ আশ্রয়।
অথচ প্রতিটা বসন্ত জানে রঙিন স্বপ্নের ঘোর কতটা স্থায়ী।
কতটা জটিলতায় বেড়ে ওঠে রাতের অন্ধকার।

1 comment:

  1. গভীর বোধের ছবি আঁকা হয়ে রইলো

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি