বড় হওয়া
গুরুজনদের প্রণাম করলে তাঁরা আমায় বলেন---"জীবনে অনেক বড় হও।" বড় হওয়া মানে নিজেকে নিজের নি:সঙ্গ বুকের ভিতর নামিয়ে আনা, যেখানে ছায়া ফেলে হলুদ রঙের কত কত স্মৃতি,স্মৃতির ভেতর ঢেউ, ঢেউয়ের ভিতর এক আকাশ নির্জনতা
নির্জনতার ভেতর জেগে থাকে ওই গুরুজনদের ভাঙা আদিম সেতুর মতো মুখগুলি
বড় হওয়া মানে ওই সেতুর নীচে চুপচাপ একাকী বসে থাকা...
No comments:
Post a Comment