যৌথ
কবিতায় বারবার আমি আমি ‘প্রেম’ লিখতে গিয়ে
‘ভালোবাসা’ লিখে ফেলি।
কেন-না আমিও থাকতে চেয়েছি ওই হাতে আজীবন—
যেভাবে হরিরলুটের বাতাসা ও নকুলদানা
পাশাপাশি থাকে
ঝরে পড়ে ধূলায়
পথবালকের হর্ষে, বেদনায়।
ছায়া
আজ বিকেলে
তোমাকে দেখতে চেয়ে
স্টেশনে বড়-ঘড়ির নীচে দাঁড়িয়ে ছিলাম
তুমি আসোনি
বৃষ্টি এসেছিল…
অতঃপর তুমি এলে
চরাচর জুড়ে
আয়ু
কসাই—মাংস বিক্রি করে
পশু-মাংস, শ্বেত চর্বি, অভিন্নহৃদয় ছালরক্তহাড়।
ভক্ত যে, তারও মাংসের দোকান
নিজের মাংস সে উৎসর্গ করে প্রতিদিন
তার দেবতাকে।
জোনাকি
গভীর রাতের দিকে ট্রেন থেকে নেমে বুঝি—
যদি চলে যেতে চাই,
যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করি,
আরও দূরে, আরও প্রান্তিক কোনো স্টেশানের
দিকে চলে যেতে পারি—
পরের ট্রেন বা তারও পরের কোনো ট্রেনে করে।
শুধু শহরের দিকে ফেরবার আর কোনো ট্রেন নেই।
মনে পড়ে,
আসা ও যাওয়ার পথ এক নয় আমাদের—
ওই পথে অনেক মিথ্যা ও মহামায়া
প্রায়ান্ধকার স্টেশানের কাছে
বুড়ো দেবদারু গাছটির মতো রয়ে গেছে।
পিছনের গল্প
অরফ্যান হোমের গাড়িতে একটা লাল রঙের জেলি
ভয়ে ক্রমে আবছা সবুজ হয়ে আসে
‘পৃথিবীতে সব আলোর উৎস হল সূর্য’—
একথা জেনেও, বিখ্যাত হতে চাওয়া
একটি তারা, খসে পড়ে পরিচালকের
সাজানো বাগান বাড়ির ছাদে।
ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এরকম কোনো ফুল
কাল রাত থেকে নীল হয়ে গেছে…
এইসব রক্তপাত অথবা রক্তের ধারাবিবরণী
ঘাম নিঃসঙ্গতা অথবা চোখের জল—
এদের সবার পিছনেই কোনও না কোনো গল্প আছে।
এ’সব কোথায় পাব আমি ?
যার সামনে দুনিয়াশুদ্ধু মানুষ
ঝুঁকে পড়ে দেখে নেবে
যার যার নিজস্ব কালশিটে লিঙ্গপ্রহার ফলিডল…
বাহ, বাহ্
ReplyDeleteপড়িলাম।
ReplyDeleteএই সব লেখা একটা ঐশ্বরিক ব্যাপার। নিটোল আর বিশুদ্ধ। যেন কোন মধ্যযুগীয় সন্তের উচ্চারণ। কান পেতে না হৃদয় পেতে এদের ধারণ করতে হয়। নেশা পেলে যেমন পবিত্র কান্না বেরিয়ে আসে তেমন পবিত্র এইসব লেখা। আমি নির্বাক অনিমিখ হয়ে চেয়ে থাকি সেই অব্যক্তর দিকে।
ReplyDeleteজমাট বাঁধা লেখা ।যদিও সব অর্থ বুঝতে পেরেছি তা নয়।তবে আপনার লেখা পড়ি।
ReplyDeleteপড়া শেষ হলে.
ReplyDelete..স্তব্ধতা এসে...আবার পড়ে... একবার... দুবার... বারে বারে ।