Monday, April 13, 2020

রাজর্ষি দে-এর কবিতা





'এখন রাজনীতি করবেন না'


গ্রাম দিয়ে শহর ঘেরো
শতাব্দীর পর শতাব্দী ধরে এই মিছিল চলছে
ভাতের গন্ধের দিকে ধেয়ে
আজ শুধু লক্ষ্য ঘুরে গেছে
ধানের কাছে ফিরছে কলের মানুষ
প্লেনে করে উড়ে আসা রোগ বয়ে ফিরছে
যা নিয়ে ফেটে যাবে মানববোমা হয়ে
নগরের প্রান্তে প্রান্তে

পুলিশ তুমি যতই মারো, ...
ক্ষিধের লাঠির থেকে শক্ত কোনো লাঠি নেই
সেই লাঠি পিঠে ভেঙে ভেঙে তৈরি হয়েছে
থার্ড ডিগ্রি তুলে রাখুন স্যার
রাজপথের দখল ফেরত নিতে পারবেন না

রাইফেলের নলই ক্ষমতার উৎস
বন্ধ বাড়ির হলঘর থেকে
আর্তনাদ উঠছে —
“আর্মি চাই! গুলি চাই!
আমাদের বাঁচতে হলে অনেকগুলি লাশ চাই।”
যাক কথাটা এদ্দিনে বুঝলেন —
ওমলেট করতে গেলে ডিম ফাটাতেই হয়।
শুধু কার ডিম কে ফাটাবে
সেটা পথ বুঝে নেবে।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি