Monday, April 13, 2020

চৈতালী চট্টোপাধ্যায়-এর কবিতা
দেয়াল


ঘাসফুল দেখতে পেতাম।
তোমার ভোরের রান্নাঘরও।
টের পেতাম চায়ের চামচের শব্দ।
টাঙানো ছবিগুলোর রং।
যে বইটা পড়তে পড়তে ঘুমিয়ে গেছ কাল,আজ দেখতে পেতাম।
প্রচুর গল্প শুয়ে থাকতো আনোয়ার শাহ্ রোড জুড়ে।
অনেক খিলখিল আর ফুলে-ওঠা হাসি দুশোচল্লিশ নম্বর বাসের দরজা দিয়ে ভেতরে ঢুকে যেত।
টিকিটের মতো উড়ে বেড়াতো হালকা দিনগুলো
চপকাটলেটের গন্ধ নিয়ে।
আমরা দুজনে দুজনকে লিখতে বসতাম তখন!

এখন চোখের সামনে কিছু নেই।
ভয় আছে।

3 comments:

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি