Sunday, April 12, 2020

প্রণব রুদ্র-র কবিতা





টর্নেডো 

ইভান নামক যে শান্ত টর্নেডো
আছড়ে পড়েছিল প্রেম গজানো যুবক বুকে
তার গতি এবং ক্ষয়ক্ষতি
মাপা যায়নি এখনো।
তচনচ করে দেওয়া সময়গুলো 
মৌন হয়ে থাবা বসিয়েছে প্রতিনিয়ত।
বর্তমান যে চোরাস্রোতে ডুবে যাচ্ছে ঘর বাড়ি
তার উদ্ধারকল্পে হাত নেই আমার কোনো।
কথার জীবন নেই বলে কথাকে মারা যায় ইচ্ছে মতো।
আমি পতনের সিঁড়ির পাশে বসে থাকি
নতুন যে টর্নেডো জন্ম নিচ্ছে বোধিবৃক্ষের পাশে
তা কতকক্ষণে আপেল খাওয়াবে সে আশায় 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি