শ্রেষ্ঠ
হরিহর দাসের দাওয়ায় জষ্ঠির নিদাঘে আমি
পুকুরে ছিপ ফেলে রেখেই কতনা শুয়ে পড়েছি
আখায় বসানো দ্বিপ্রহর, গাছও যেন ছায়াকামী
সিদ্ধ হওয়া হাওয়া উড়ে যায়, আমি তো নুয়ে পড়েছি
পাথর-খোরায় ঘোল আসে, এসেছে শীতলপাটি;
পুরু শন চালার উপরে এখনও প্রফুল্ল পাখি !
আরও উপরে হর্ষোৎফুল্ল অশ্বত্থের হাঁটাহাটি
নধর শাখা চালায় প্রায় নামে গাছকে দিয়ে ফাঁকি
পাটকাঠি বেড়ার পাকঘর, পাতা কাঠ ডালপালা
চুলার নিচের ছোট গর্তে গুঁজে যায় হরিহর,
অ্যালুমিনিয়ামের ডেকচিতে চাল ফোটে, ফ্যান গালা
সেরে গাছ থেকে লেবু ছিঁড়ে, পাশে কুঁজো জলভর
গালা ভাত ঘি পড়ে গড়ায়, গেঁথে যায় আঙুলেরা
সে ছায়ার দাওয়া, ঠাণ্ডা পৈঠা প্রতিটি গ্রীষ্মেই সেরা..
No comments:
Post a Comment