Monday, April 13, 2020

নীলাঞ্জন হাজরা-র কবিতা





সেতুতে উঠলেই ঝাঁপ দিতে ইচ্ছে করে
নদী দেখলেই চুমু খেতে
নদীও এই জীবনের মতো বোহেমিয়ান হয়ে গেলে
অসহ্য শোক বয়ে আনে

চুমুগুলোকেই

তাই আমি করে দিয়েছি বোহেমিয়ান
তারা কেউ একটা ই-মেল পর্যন্ত লেখে না আমায়
আসলে বোধহয় তারা আমায় জানাতে চায় না
একদিন সব সেতু পুড়িয়ে ফেলবে

ঘৃণা

লোভ শুকিয়ে ফেলবে সমস্ত

নদী

একদিন শেষ চুমুটার মৃত্যুসংবাদের
অপেক্ষাই হয়ে উঠবে

জীবন

আর একদিন চুমুদের কবরখানা আবিষ্কৃত হবে
তৈরি হবে প্রত্যেকটা চুমুর শিহরিত তীব্র কাহিনীর লেবেল দেওয়া

জাদুঘর
যার পাশ দিয়ে বয়ে যাবে একটা দারুণ খরস্রোতা

নদী

যার ওপর দিয়ে জাদুঘরে পৌঁছতে পার করতে হবে একটা

সেতু

সেতুতে উঠলেই ঝাঁপ দিতে ইচ্ছে করে
নদী দেখলেই আবার চুমু খেতে

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি