Monday, April 13, 2020

পৌলমী গুহ-র কবিতা






ম্যাজিক ভাবনা-গুলি


ঠোঁটে করে উড়ন্ত ঘুম নিয়ে গেলো।
নখের আঘাতে পুরুষ দুঃখগুলি,
স্থান পায় নীল নীল বুকে।
খেলা শেষ হবে এই আশঙ্কায়
ম্রিয়মাণ উষ্ণতা জড়িয়ে ধরতে চায়
এইবেলা ক্ষমা করো,
ক্ষমা করো কোমরের তুলি।

বাজনা বেজেছে অবশেষে।
রোদ থেকে আরো রোদে হেঁটে যাই।
আমার কঙ্কালে খড়-মাটি
প্রলেপ বুলিয়েছো সাধে।
আগুন খেয়ে নেবো বলেছিলাম।
সযতনে চোখ পেতে রাখো বুকে।

আরেকটি ভাঙা কনসার্টে,
আমি ছাত্রী হয়ে যতোবার বসি
আমার হাঁটু বেয়ে সারি সারি শিশু নামে।
আলো তীব্র হলে নখ খুঁজি,
তোমার ভায়োলিনে একতারা বসে থাকে।

পূর্ণ করে দেবে বলে যতোবার ছুঁয়েছো
করোটিময় অন্ধকার জমে।
অতর্কিতে ঠোঁট প্রত্যাখান খেয়ে নিচ্ছে,
আমি দু'টো কবুতর তোমার হাতে অর্পণ করি।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি