Sunday, April 12, 2020

সুমন কুণ্ডু -র কবিতা' ঢেউ নিয়ে লেখা ' 

           এক । 

তোমার না আসাগুলো কোন রঙে আঁকবো, পথঘাট ধুলোমাখা । 

  চারদিকে চৈতালি বাতাস । ভিখারি হেঁটে চলেছে খালি পায় । ভিক্ষা মেলেনি সারাদিন । 

কতটুকু আর সামর্থ্য, সঞ্চয় ! পথ যদি আরও একটু স্বচ্ছ হতো, ভাবতে ভাবতে সন্ধ্যাতারা দেখা দেয় আকাশের নৈঋতে । জাল বোনা শুরু করে মাকড়শা । নিশ্চুপ মন । লুকোচুরি সময় ! কতো দূরে তুমি, জানতে পারলে মন্থর হতো আরও, 

অদ্ভুত আঁধার । 


         দুই । 

 সম্মতি দাও, জ্বরের ভাস্কর্য 
                হে অন্তর্দ্বন্দ্ব
 বড় সীমিত আয়োজন  আজ 

বুকের কাছে কিছু চাওয়ার ছিল 
ভাবি, সমস্ত ভুলে যাবো 
মন-কেমন থেকে নামে স্নেহশীল ঘাম 
অর্ধেক জেগে ওঠে অস্তিত্ব, পরিধি বাড়াতে থাকে 
  বিস্তর কাটাকুটির পর 
নড়াচড়া দেয়  পৃথিবীর যাবতীয় সংলাপ 


        তিন । 

অক্ষরের পায়চারি মেলে বসে আছে মেলা কাগজ 
 আনমনা তুমি, এভাবে সম্পর্ক 
এভাবে রাত  শীতার্ত  

তবুও সাজাবো ধ্বনি 
আমাদের ঋতু না আসা পর্যন্ত 
  মনের টুকরো জড়িয়ে 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি