Monday, April 13, 2020

ঈশিতা ভাদুড়ী-র কবিতা




এবং ভাইরাস  

ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটে মৃতের সংখ্যা বাড়ছে।
বুকের মধ্যে ধড়ফড় ধড়ফড়...

অন্ধকার রাতে অনিদ্রা-গাছ বেড়ে উঠছে।
এবং পরবর্তী দশ বছরের গায়ে অনিশ্চয়তা ক্রমশ...

কারুর সঙ্গে কারুর দেখা হবে আর কখনও,
কোনো পিকনিকে অথবা শ্মশানেই নাহয়?

ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটে মৃতের সংখ্যা বাড়ছে...
এবং ভাইরাসের আয়ু মানুষের থেকে বেশি...

বুকের মধ্যে ধড়ফড় ধড়ফড়...

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি