Monday, April 13, 2020

জাতিস্মর-এর গুচ্ছ কবিতা





গুচ্ছকবিতা

১.
আমাকে জাগিয়ে তোলো। প্রিয় রং, ধ্বনি দিয়ে যাও
গুপ্তহত্যা করে কেউ যেন ফিরে গেছে অসময়ে
নিখোঁজ শরীরে তার, ছায়া আঁকো, কলঙ্ক পোড়াও...

২.
যে ক'টি মিলন দৃশ্য থেকে কালো ছায়া স'রে যায়
তাদের আলোতে খুঁজি সারি সারি পোশাকের ঘুম
এই বুঝি তমোনাশ? চন্দ্রকলা! প্রথম পর্যায়...

৩.
সে চির প্রণম্য ঢেউ, সহবাস জুড়ে নীল ফুল
ভাসিয়েছে প্রত্নদেহে। অথচ গোপন রক্তপাতে
নদীটির মৃত্যুকথা মনে পড়ে সহসা! নির্ভুল...

৪.
রহস্য সওয়ারী কোনো। আশ্চর্য প্রতিক্ষা মধ্যরাতে
হ্রেষা ধ্বনি কেঁপে ওঠে। ঘন হয় খুরের আওয়াজ
কাকে দেবে রমণের পাঠ? বিষপাত্র, কার হাতে...

৫.
অসীম মহাকাশের ন্যায় শুয়ে পরম বিষাদ
বিস্তীর্ণ নক্ষত্রভূমি জেগে তার বুকের সুডৌলে
বিগত জন্মের আলো ছুঁয়ে আসে প্রণয় সংবাদ...

৬.
দেহপ্রান্তে তিরতির ক'রে ঘন শ্বাস কেঁপে ওঠে
এ উষ্ণতা কারও নয়। শুধু জাগা আগুন শরীর
আধো শ্লেষ, আধো হাসি--- নিছক পুড়িয়ে দেওয়া ঠোঁটে...

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি