Monday, April 13, 2020

বাবলি সূত্রধর সাহা-র কবিতা
শুধুই এখন


নির্বিকল্প আড়াল রেখে
নির্দিষ্ট পরিমাপের সমীকরনে,
জৈব বাতাস হেঁটে যায়...
সংগোপনের আলপথে।
আদিগন্ত নৈশব্দের শহরে;
চলে অনর্গল মুখোশ মিছিল।
সাংকেতিক গ্যালারিতে এখন
শুধুই অপেক্ষার অবকাশ।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি