Monday, April 13, 2020

সুদীপ্ বসু-র কবিতা




আগুন ও অর্গ্যান 

১)

আমার সারা গায়ে কাঁটা দেয়
এই ভেবে যে
আপনি আমাকে চান না।
সেলুনের উল্টোনো আয়নায়
আপনি একটা নষ্ট ভুল মুখ।
আপনার অসুখ
আমি টেনে এনে
কাগজে নামাতে পারি
এত বড় ক্ষমতা আমার

নিষ্ঠুর...নিষ্ঠুর...

আমার অস্পষ্ট দুঃখ
আপনি মুকুটে গুঁজে
মিথ্যে তাতে আগুন দিলেন।

২)

আগুন আগুন
কেন আমি জ্বলে উঠলাম--

ফল কাটবার ছুরি
আমাকে দেখলেই
রাগে বেঁকে যায়--

পুরনো দিনের সিঁড়ি
লোহার ঘোরানো
তার নীচে
শীতে
কে বাজায় শান্ত অর্গ্যান?

কে বাজায়? 

1 comment:

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি