গান্ধর্ব
একটা অসুখ সেই থেকে তোমায় তাড়া করে বেড়াচ্ছে
অপ্রিয় জন্মের মতো, অশান্ত আগুনের মতো...
তবু তুমি খুঁজে চলেছো সন্তাপহীন আলো,নীরব অভিমান,
একটা আস্ত বর্ষার ছাদ... অবেলায় আঁকড়ে ধরতে চাইছো মৌর্যসম্রাটের অহংবোধও... কিন্তু তবু তোমার মুখোশ খসে যাচ্ছে, খসে যাচ্ছে ওই অপ্রিয় জন্মের জড়ুলও...
একটা অসুখ তোমায় সেই থেকে তাড়া করে বেড়াচ্ছে
হলুদ নদীর মতো, অস্থির বাংলা ভাষার মতো...
No comments:
Post a Comment