Monday, April 13, 2020

পিয়ালী বসু ঘোষ -এর কবিতা





পুনর্বার চাঁদ ও ঝলসানো রুটি 


হতাশ লাগছেনা 
নশ্বরতা ভেঙেচুরে বিজ্ঞ চাঁদ জ্যোৎস্না বিলোবার আগেই 
অকাল দীপাবলিতে ভাসছে বেঁচে থাকার শেষ  চিহ্নগুলো 
এখনো বালি খুঁড়ে জল খুঁজছে মানুষ
মহামারী যেন বন্য কন্যাটি 
শহুরে সিথানে হঠাৎই জেগে উঠেছে গ্রামীণ তাম্বুরা হাতে 

হতাশ লাগছেনা 
ততদিনে ঘড়িপরা ছেড়ে দিয়েছি 
শাকচুন্নি জ্যোৎস্নায় মেপেছি 
দূর আর দূরত্বের পরিভাষা 

মন খারাপের কিস্তিতে বিনা নোটিসে সুদ বাড়িয়েছে কর্তৃপক্ষ 
জলা জমিতে দ্রিমি দ্রিমি বাজছে ডমরু 

নাহ !হতাশ লাগছেনা 
টের পেতে না পেতে 
যতোটা বাড়িয়ে ফেলেছি উপর দিকে হাত
ততটাই ছড়িয়ে গেছি নীচে

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি