Sunday, April 12, 2020

জয়ীতা ব্যানার্জী-র কবিতা




আবহ সংগীত


(১)

ফটক ওঠেনি। লালবাতি জ্বলে আর নেভে
দূরের একটানা হুইসেল শহুরে বাতাস নিয়ে এল
এ নোনা দেওয়ালে তার ছিঁটে ফোঁটা এসে লাগে
প্রবল ব্যস্ততায় ধুলো উড়ে যায়

তোমাকে লেখার কথা মনে পড়ে
সঙ্কোচ মনে পড়ে। ভেজা বিবাহবাসর থেকে
দ্বিধাগ্রস্থ অন্তরার ঘোর ভেসে আসে

(২)

আলোর বারান্দা থেকে ফিরে গেছ। পশ্চিম আকাশে
স্লেট রঙ মেঘ। আর বৃষ্টি পেরিয়ে গেলে তুমি
অজুহাত - সে আমার প্রিয় বিষয়ের মতো ,তাই
সদরের একপাশে অপেক্ষা-কে বাঁধিয়ে রেখেছি

(৩)

তোমার না থাকা জুড়ে এখনও কেমন বাজে
অবিরাম এই জল,জলের সেতার। ভেজা
খড়ের কাঠামো তুলে নিয়ে আসে নিঝুম দেউল-এ
যে ঋতুর কথা আর সগর্বে বলতে পারি না
দীর্ঘতর রাত যেন তার-ই আচঁলে, আঁধারে
হেমন্ত প্রদীপখানি নিভিয়ে দিয়েছে। আলো
দু'ঘর তফাতে। শুনি বিষণ্ন সানাই

পাড়ার বান্ধবীটি হাসি মুখে দূরে চলে যায়

(৪)

এখন আনন্দদিন। পলকের মাঝে বসো তুমি

বিকেলের দরোজায় অনাহুত মেঘ। তার
পরনের চটিজোড়া হাহা বাতাসে মিলিয়ে গেল বুঝি
অভিযোগ জানালো সে। ফুটব না ফুটব না করে
সাদা রঙ্গনগুলি ফুটেছে উঠানে এতদিনে

ঝরে পড়বার সাধে

কিছুটা আলোর ভাগ-ও স্তিমিত হয়েছে

তুমি কবিতা,জলধারায়

এস,এ নৈবিদ্যটুকু হাতে তুলে নাও

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি