Monday, April 13, 2020

নীপবীথি ভৌমিক-এর কবিতা




অনুভব
 
নিজেকে পড়তে গিয়েই অনেক লেখা 
    কবিতায় বেঁধে যায় ।

   এই যে, শব্দহীন সময় বয়ে যায়
    আমার ভিতর, নিজেকে চিনতে চিনতে...

       ছায়া হয়ে বসে থাকে তারা
     আড়াল, আপডাল ভেদ করে 
        মনকলমের গায়ে,

       খাতা খুলি অপেক্ষার, মধ্য রাতের 
         দরবাড়ীর তারানায়
     অথচ, ভোর এসে কখন যে বৈরাগীতে
         সারেঙ্গী সাধে এ মন...

   নিজেকে পড়তে গিয়েই অনেক লেখা
      কাব্য আয়নায় মুখ দ্যাখে পুনরায়।



     অভিনয়


  সব জল কি বৃষ্টিকে চেনে আর !
   বয়ে যায়। বয়ে যায় ঘর থেকে ঘরময় শূন্যতায়

‌   নদী কথা বলে, কথা বলে যেমন
        অদৃশ্যে বেঁধে থাকা নীরবতা ;
  বৃষ্টি নামলে আমরা শ্রাবণকে খুঁজি যেমন
          অক্ষরের ছবিতে, 
  বৃষ্টি নামলে খরাও চিনেছি তেমন শ্রাবণের
            দীর্ঘ শ্বাসে ।

      সব জল বৃষ্টিকে চেনে না আসলে,
          না চেনার অভিনয়েই বয়ে যায় জীবনের
               জল-‌গল্প-কথা।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি