নোয়া নোয়া
উৎসর্গ : পল গগ্যাঁ
১.
সমুদ্রের নীল—সভ্যতার চিহ্ন দূরে।
তোমাকে
বিষণ্ন করেছিল ইউরোপ
তোমার
ছবিতে যখন শ্যাওলা কুড়োয় মেয়েরা
আর্লে
গান বাঁধে ত্রুবাদুররা...
আলস্যের
ভেতর চঞ্চল দিন ঘুরে ঘুরে কোথায় হারায়!
তীরভূমিতে
ধাক্কা লেগে এখন ফিরে যাচ্ছে, তাহিতির ভিজে হাওয়া
ওই,
রোদশেষের নিঃসঙ্গতায়—তোমাকে পেছনে থেকে জড়িয়ে ধরল তিতি...
দূরে
পড়ে আছে মাছ ধরার দিন।
২.
সন্ধের অদূরে তোমার কুটির
আগুন জ্বলছে বুনো গল্পের চারপাশে
তোমার কাঠখোদাই থেকে জেগে উঠছে নদী...
অচেনা ভোরের দিকে খুলে রাখা
জঙ্গলের শান্ত উপত্যাকা
চুড়ান্ত ঘটনা কিছুই না...
ভিনসেন্টকে লেখা তোমার চিঠি, জানি
অপেক্ষমাণ নিয়তি, শেষবার বেঁচে থাকা।
৩.
আমার নীল ধারণা :
শার্ল বোদল্যেরের আলস্য ভালোবাসতে তুমি—
সমুদ্রের পাঁজরে জ্যোৎস্না এসে পড়ছে
ময়ূর ঘুরছে রাস্তায়
তোমার ছবির পাখিরা শিস দিচ্ছে
জল ও জংলি বাতাসে
আজ সুগন্ধ...সুগন্ধ—গগ্যঁ তোমার আলস্যে দেখো: মহাকাশও রঙিন।
সমুদ্রের পাঁজরে জ্যত্স্না এসে পড়ছে
ReplyDeleteসুন্দর