Monday, April 13, 2020

সুবীর সরকার-এর কবিতা

গুজবনামা


হুজুগের ভেতর শুয়ে থাকা শহরে ফিরে আসছে
                                           গুজব ও হাইফেন
কলাপাতার ছবি তুলছি।
চোখের মণিতে শ্যাওলার সবুজ।দূরের মানুষের
                                             মত কথা বল আজকাল।
আমি কিন্তু কান্নার অনুবাদক
নদীকে আড়ালে রেখে লিখি ডুবজল

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি