Monday, April 13, 2020

এলা বসু -র কবিতা




অনুচ্চারিত 

সঙ্কেত
  
মৃত্যু হঠাৎ করেই আসবে 
মনে হয় আজকাল খুব।
হঠাৎ কখনো চোখাচোখি,
মুখোমুখি অপ্রতিভ দুই গ্রহ
সেই মৃত্যুই সেরা !

ছল 

একটা রুটিন রাস্তা রোজ 
সাইকেলে চড়ে হাত নেড়ে, 
চলে যায় ঠিক কোল ঘেঁষে l

উদাসীন 

কিছু বুঝেছিল বলেই,
সে কখনো হাতছানি দেয়নি
আর আমি প্রত্যুত্তর ।।

3 comments:

  1. খুব ভালো লাগল। ছোটো ছোটো কথার দ্যুতি।

    ReplyDelete
  2. ভালো লাগলো!এ যেন ছোট ছোট পটচিত্র!

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি