Sunday, April 12, 2020

বিবস্বান-এর কবিতা

সুসেটে বা দিওতিমার জন্যরাণীর মত সুদর্শনা নদী আমায় শিখিয়ে ছিল 
নিজের শর্তে বাঁচা এবং চলে যাওয়া ঠিক কীরকম

বিয়ের রাতে পালিয়ে গেছি চাঁদের ছায়ায় শান্ত সিঁদুর
ঝরছে যখন ওই কপালে আমি তখন অন্ধকারে
খুঁজছি বসে স্পর্শ মানিক 

খুঁজতে খুঁজতে বুঝতে পারি চাঁদের নুড়ি তারার পাথর
ছিটকে গিয়ে আঘাত করে সদ্য ভোলা বান্ধবী প্রেম

ছিন্ন ভিন্ন চায়ের গেলাস অন্ধকারে ঠিক জোনাকি
দেখতে পারি অগণ্য প্রেম শরীর এবং নিজের শর্তে নিজের জীবন
কাটিয়ে এসে মুহূর্ত এক দাঁড়িয়ে আছে রাণীর মত

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি