Monday, April 13, 2020

রুমা তপাদার-এর কবিতা





 ছাই হতে ফিরে আসে

         
এতো তাপ  আলোটি অনেক আগে পুড়ে ছাই হয়ে গেছে।

ছাই পড়ে আর্তনাদ করছে।

মাটি বলে একা কেউ নেই

সুঠাম আকাশ এসে  ধুলোয় শুয়েছে পথে

ও শরীর প্রকৃত মফস্বল, তবু আদপে  পুকুরপাড়  নেই কোনো

                                              হাঁস নেই

                                              ঢিল নেই

                                                  কাঁটাঝোপ নেই

ডানা মেলে প্রাণ, দূরে উড়ে যায় জল

দিগন্তে শতাব্দী  জড়ো হয়

ছাই হয়

ছাই হতে ফিরে আসে,

সমস্ত বাষ্পীয়  লতানো  ঝড়বাদল  ।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি