জ্যামিতি বাক্স
কেননা সবচেয়ে
জরুরি ছিল একটা বৃত্তের ধারণা তৈরি করা,
আর দলা পাকানো
এক মণ্ডকে ঠিকঠাক গোল করে তোলা।
তখন কেই-বা
জানত ঘুরতে ঘুরতে তারা সব
এক এক দাম্ভিক
গ্রহ নক্ষত্র হয়ে উঠবে !
আজও যখনই কেউ একটা
জ্যামিতি বাক্স হাতে নেয়, আমি
নতুন
সম্ভাবনায় কেঁপে কেঁপে উঠি —যেন অযুত প্রাক্-ধারণা
প্রস্তুত হতে
থাকে ;
... আবার নতুন নতুন ব্রহ্মাণ্ড
তৈরির প্রক্রিয়া
যেন শুরু হবে
এই এখুনি, ওর হাতেই ...
কেননা এই সমূহ
ব্রহ্মাণ্ড হয়ে ওঠার আগে ছিল মাপজোখের
সামান্য ক'টি
ধারণামাত্র , আর এক অলীক জ্যামিতি বাক্স।
বাহ্।
ReplyDeleteবেশ ভালোই।
ReplyDeleteদারুণ
ReplyDelete