Monday, April 13, 2020

রণজিৎ অধিকারী -র কবিতা





জ্যামিতি বাক্স

কেননা সবচেয়ে জরুরি ছিল একটা বৃত্তের ধারণা তৈরি করা,
আর দলা পাকানো এক মণ্ডকে ঠিকঠাক গোল করে তোলা।
তখন কেই-বা জানত ঘুরতে ঘুরতে তারা সব
                              এক এক দাম্ভিক  গ্রহ নক্ষত্র হয়ে উঠবে !   
আজও যখনই কেউ একটা জ্যামিতি বাক্স হাতে নেয়, আমি
নতুন সম্ভাবনায় কেঁপে কেঁপে উঠি —যেন অযুত প্রাক্-ধারণা
প্রস্তুত হতে থাকে ;
                     ...  আবার নতুন নতুন ব্রহ্মাণ্ড তৈরির প্রক্রিয়া  
যেন শুরু হবে এই এখুনি, ওর হাতেই ...

কেননা এই সমূহ ব্রহ্মাণ্ড হয়ে ওঠার আগে ছিল মাপজোখের
সামান্য ক'টি ধারণামাত্র ,  আর এক অলীক জ্যামিতি বাক্স।

3 comments:

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি