Monday, April 13, 2020

পম্পা দেব-এর কবিতা




ভিনসেন্ট

আত্মহত্যায় শিল্পীরা হরিণ হয়ে যায়।
হলুদ বিকেল নামে  বিষন্ন রঙে !
প্যারিসের রাস্তা জুড়ে শুধু  পাতাঝরা..

মৃত্যুর নীল করতল, শিকলের ভার!
গমক্ষেতে  উড়ে যায় ঝাঁক ঝাঁক
কবুতর ,চড়াই , আচ্ছন্ন  বেদনায় ?

প্রতিটি আত্মহত্যাই আসলে কিন্তু  হত্যা।
কবরের স্থানে   ম্রিয় শীতকাল
ফুল ফুটেছে গাঢ়, সূর্যমুখী ! জিনিয়া !

যে তোমার শ্বাস রোধ করে প্রতিবারই !
ও কে? স্তব্ধ প্রেমিকার মতো যেন
এসেছিল কখনো ; ওর ছিল কী নাম?

শিল্প মাত্রেই বহু স্বরে এক ও নির্জন ।
ভিনসেন্ট থেমে গেলে তারপর-
রঙের শরীরে বাড়ে নী-ইল শর্করা ।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি