Sunday, April 12, 2020

মেঘ বসু-এর কবিতা





কিশোরী 

নূপুরে ও রোদে  বেজে উঠল দুপুর
অবাধ্য হাসির মতো কেউ দূরে চলে যায়, তবু...
ফুলের বাহার দেখি, বাহানাও, আর এক
আশ্লেষিত হাওয়া , ডেকে ডেকে সন্ধেকে নামালো,  রূপকথার নৌকোর কাছে

জল  ছিল একা , কেউ সেখানে আকাশ,  ঢেলে, নিখোঁজ রটালো তারাদের, আর...সেই চাঁদ,  সেদিন থেকেই  গল্পে, কবিতায় কিশোরীর ছদ্মবেশ নিয়ে, প্রণয়ের আশ্চর্য উপমা রেখে যায়

আমাদের অন্ধকার মফস্বলে সে আসে দৈবের মতো !কিছুদিন আলো দিয়ে যায়...


ধারণা 

আর কিছু নয়...
আমি তার অনুমতিটুকু
কুড়োতে চেয়েছি  

এই লেখা গাছেদের  ছিল
এই লেখা পাখিদের ঠোঁট থেকে
পড়ে  যাওয়া বাতাসের বুকে
বীজের গন্ধের মতো
একা  ও  আবহমান

শূন্যের ধারণা!


আশ্রয়  

ভাষার ভেতরে এসে ঘুমোয় স্বদেশ
কথা থেকে নদী, জলহাওয়া
উড়ে উড়ে আসে...
কথা এক অবিকল্প নাগরিক পরিচয়

তুমি গান ধরলে বুঝি
সুরের বিরাম নেই আজ ঘুমোবার !

ভেঙে যায়  সমস্ত দূরত্ব
                             তোমার আমার  !

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি