নগর কীর্তন
সমস্ত নগর জুড়ে
কীর্তন গাইছে সমাপ্তির বীর্য ফেনা।
ওড়না উড়ছে আকাশে।
আচ্ছাদিত হচ্ছে প্রেমের উপঢৌকন।
একটা গাছের আড়ালে বসে কবি শুধু
নির্বিঘ্নে, নিশ্চিন্তে
বাজিয়ে চলেছেন বাঁশী।
মনে রেখো,
সে বাঁশীর সুর ধরেই
কালবৈশাখী আছড়ে পড়বে
আমাদের
প্রত্যেকের তলপেটে।
সমস্ত নগর জুড়ে
কীর্তন গাইছে সমাপ্তির বীর্য ফেনা।
ওড়না উড়ছে আকাশে।
আচ্ছাদিত হচ্ছে প্রেমের উপঢৌকন।
একটা গাছের আড়ালে বসে কবি শুধু
নির্বিঘ্নে, নিশ্চিন্তে
বাজিয়ে চলেছেন বাঁশী।
মনে রেখো,
সে বাঁশীর সুর ধরেই
কালবৈশাখী আছড়ে পড়বে
আমাদের
প্রত্যেকের তলপেটে।
ঝুলন্ত কথারা
যে কথাগুলো ঝুলছে আকাশ থেকে,
তাতে কোথাও
সুতো বা সুতলি নেই।
ঝুলছে তবু
আকাশের আদরে..
ব্যবিলনের সেই ঝুলন্ত উদ্যান থেকে
যেভাবে শোনা যায় এখনও
বিস্মৃত চিরঘুমের কথা..
লেবেল
মাটি চিরে ঝুরোঝুরো স্মৃতিদের পুঁতে
জল ছিটিয়ে দিলেই যদি গাছ হয়ে যেত
তাহলে খুব সহজে গাছেদের কেটে ফেলার কথা
ভাবা যেতে পারতো।
যদিও বা সব স্মৃতি গাছ যোগ্য নয়
এই যেমন আমি এক সময়
ফিনাইল বোতলের লেবেলে যে মেয়েটি ঘর মুছতো
তাকে ভীষণ ভালোবাসতাম।
মাটি চিরে ঝুরোঝুরো স্মৃতিদের পুঁতে
জল ছিটিয়ে দিলেই যদি গাছ হয়ে যেত
তাহলে খুব সহজে গাছেদের কেটে ফেলার কথা
ভাবা যেতে পারতো।
যদিও বা সব স্মৃতি গাছ যোগ্য নয়
এই যেমন আমি এক সময়
ফিনাইল বোতলের লেবেলে যে মেয়েটি ঘর মুছতো
তাকে ভীষণ ভালোবাসতাম।
কবি মূহুর্ত কে যেভাবে ইতিহাস বন্দী করেছেন তার জন উপযুক্ত শব্দ এই মূহুর্তে আমার নেই,,,, বাহ্,,,বাহ্,,,,❤️
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা..
Deleteঅসাধারন।।।
ReplyDeleteঅদ্ভুত মুহুর্তবিন্যাস।
ReplyDelete