Monday, April 13, 2020

ঋজুরেখ চক্রবর্তী-র কবিতা
ভাষা 

প্রতিটি বর্ণের মর্মে তীব্র চোরা লুকনো সন্ত্রাস,
প্রতিটি বিভক্তিচিহ্নে ইতিউতি খোঁচা,
প্রতিটি প্রত্যয়ে তীক্ষ্ণ স্থির অভিমুখ─
আমাদের ভাষাচেতনার মূলে
এই এক অবিভাজ্য গূঢ় হিংসারূপ মিশে থাকে।
এ গোপন অস্ত্রকথা সবাই জানে না,
যারা জানে তারা এই পৃথিবীর সফল প্রজাতি।
গ্রহান্তরে জল আছে কিনা,
তা নিয়ে বিতর্ক তাই অনিঃশেষ।

বৃষ্টি এলে সমূহ যাপনে
চেতনার মূল ঘিরে ঝুরো মাটি ভিজে যেতে থাকে,
সোঁদা গন্ধে মিশে যায় স্মৃতির সাবেক সুদূরতা,
ভাষা তার নাব্যতা হারায়, তবু
অবিভাজ্য গূঢ় হিংসা উচ্চারণে থাকে অবিচল।

ভাষা মানে প্রতিষ্ঠান, ভাষা এক সুচারু পেষক।

1 comment:

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি