Monday, April 13, 2020

অদিতি বসু রায়-এর কবিতা
কেউ কোথাও নেই


পথ একা পড়ে আছে

গাজনের মাঠে কাঁদছে চৈত্রমাসের ধুলো

একা একা কে আর কোথায় যেতে পারে, বলো ?

বন্দরের কাল যারা শেষ হবে ভেবেছিল, জাহাজে পা রেখে, 

তারা এখন আমার মতোই বসে আছে ক্যালেন্ডার ভুলে ।

একে কী সত্যিই ভুলে যাওয়া বলে ?

উত্তর জানে না বলে মা, একটু দূরে বসে হাতপাখা খোঁজেআমাদের এদিকে ঝড় নেই। আমাদের এদিকে থমথমে হয়ে থাকে আকাশ

বাতাস চলে যাওয়ার পরে, মনে হয়, ভুল হয়ে গেছে খুব-

সামান্য কয়েকটা প্রত্যাখ্যান – বাকি রয়ে যাওয়া প্রেম – চুমুর অধুরা কাহিনি

 মনে পড়লে কষ্ট হয়।

 ইদানীং আয়ুর অতলে নেমে যাওয়া দিনগুলো,  দিকচিহ্নহীন

ইশারা ছাড়াই  গাছ খুব হাসে, মাঝারাতে

-      আমাদের ঘুম ভাঙে দেরীতে তাই ভোরের আলো ফিরে যায়

অন্ধকারে ফুল ফোটার অলীক গল্পে, তোমাকে এখনও পেয়ে যাই

মাঝে মাঝে !

দিনগুলো ঘুমোয় না – জাগে না – বসে থাকে

এলোচুলে! নদীর গানের পাশে, একা!

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি