Monday, April 13, 2020

শৌভিক বণিক-এর কবিতা




জল জন্ম


নত হই, উড়ে চলি
পরিযায়ী নামে
আদতে আমি তো তোমার সন্তান

বিরহ বিধুর কোন প্রেমিক-চোখে
শোকার্ত মঞ্জুরে বিষাদ ঘনালে
                  ঝরে পড়ি

ঝরে পড়ি
     আনন্দপুর আনন্দ গানে

ক্ষণজীবী আমি জল-জন্ম আমার

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি