Monday, April 13, 2020

নাসরিন নাজমা-র কবিতা




পরাগপাখি 


১.
দিগন্ত ছুঁয়ে দু'ডানায় মাখি সুর
মেঘে মেঘে ভাসে রাতপরি রূপকথা
ও কিশোর তুই ছুঁয়ে দিবি একবার
তিরতির কাঁপে ভিজে যাওয়া দুটি পাতা ।
বাতাসের বুকে অবিরত পাতি কান
একদিন পাব কিশোরের আহ্বান!
মেঘের আঁচল আলগোছে খুলে দিয়ে
জ্যোৎস্নার গানে ধারাস্নানে কারা ওই
ছায়াপথ ধরে আমরাও হেঁটে যাব
আঙুলে আঙুল বকুল বনের সই।
বাতাসের বুকে আকুল পেতেছি কান
কবে পাব সেই কিশোরের আহ্বান!
আলো ছুঁয়ে ছুঁয়ে সমুদ্দুরের শেষে
ক্লান্ত পরীর ডানা জুড়ে ঘুম ঘোর
রূপকথা বুঝি শেষ হলো এইবার
স্বপ্নের ঘরে কে তুলে দেয় দোর।
বাতাসের বুকে শেষবার পাতি কান
ডাকছে কিশোর,মেঘে মেঘে আহ্বান!
২.
পুড়ে যায় স্মৃতি, শোক
খাঁ খাঁ উঠোন রোদ্দুরে বুক
পেতে ছুঁতে চায় মায়া,
কাটাকুটি খেলা,কুমির
ছোঁয়ার শেষে পড়ে থাকে স্তব্ধ দুপুর।
কে ডাকে কিশোরী ঘাটে আগের মতন?
অশরীরী কান্নার গানে
জলছবি ফিকে হয়,জেগে থাকে ব্যথার শরীর।
ভেসে যায় বিষাদ আয়ু,
ধূসরতা কথকতা দিন।
সীমানারও দূর থেকে ফিরে আসা যায়!
নিগূঢ় প্রণয় দুহাতে আঁজলা ভরে,
আশাহত চেয়ে থাকে, নির্বাক ....
জন্মান্তর যদি আসে,
প্রণয় অভিলাষে চোখ জ্বেলে বসে থাকি ,
পূর্বজন্মের স্মৃতি বুকে
কিশোরী ঘাটের ধারে কে ও?
পরজন্ম মোহ ভুলে
মুখোমুখি আলোর কিশোর....

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি