Monday, April 13, 2020

মৌমিতা পাল-এর কবিতা




কাঙাল
দহনকাল আজন্মের-
প্রতি দেহখণ্ড জুড়ে জন্ম হয় আমার ।
ফসল ছড়িয়ে আছে,
এমনকি শঙ্খের ভিতর জল,
তবু বলতে পারো তুমি আশ্রয় দেবে কীনা
কিংবা কতটুকু দেবে !

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি