Sunday, April 12, 2020

দেবাশিস চন্দ-এর কবিতাগুচ্ছ

দূরত্ব
হাতে হাত, ঠোঁটে ঠোঁট আর নয়, নয় ধান খেতে বীজ ও রোপণ
দূরত্ব–কৌমার্যে রচিত নাগরিক অন্ধকার, মানচিত্র রয়েছে গোপন

সম্পর্ক
দেবাশিস চন্দ
ভেসে যাওয়া ডুবে যাওয়া
ডুবে যাওয়া ভেসে যাওয়া
        সমুদ্রখেলা নিরন্তর 

ফানুস
মায়বী জাদুতে ভাসে চরাচর, দিগন্তে উড়ে যায়
মাচরাঙা, প্রেম প্রেম খেলা চলে নৈঋত কোণে,
মিথ্যার ফানুসে ভাসে শহর, অহেতুক কলরোল,
ফেসবুক–যুবতী এগিয়ে যায় নীল ঝরনার দিকে।

আগুন
আগুন কি জানে অগ্নির ঠিকানা?
অগ্নি কি জানে আগুনের বসত?
আগুন কি পোড়ায় আগ্নি তা জানে?
অগ্নি কি পোড়ায় আগুন সে খবর রাখে?

আয়না
বৃষ্টিশেষের আলোতে লাবণ্যের মহিমা দেখতে দেখতে
তোমার মনে পড়ছে ফেলে আসা ঘরবাড়ি, কাঁটাতার,
ধুয়ে যাওয়া সিঁথির সিঁদুর, অসমাপ্ত কাহিনী,
পরতে পরতে জড়ানো মধ্যরাতের অগোছালো
আগুন, গুঁফো বেড়ালের অসৎ গেরিলা হানা।

দহনবেলা শেষে পেয়ালা–পিরিচে ঠোকাঠুকি,
ঘাতকের মরচে পড়া ছুরি ঝলসে ওঠা বারবার,
প্রশ্নহীন সমবায়ী প্রত্যাখান কড়া নাড়ে দরজায়,
কবন্ধ ইতিহাসের কলসি থেকে গড়ায় কালো ধোঁয়া,
আয়নার সামনে দাঁড়িয়ে বৃথাই সাজালে নিজেকে।


No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি