Sunday, April 12, 2020

দেবলীনা -র লেখা





একটু অন্যমনে 
 


ঝাঁঝাঁ দুপুর পেরিয়ে বিকেল , আর বিকেলের পাশে মিটিমিটি সন্ধ্যে হাঁটে । নিজেকে কুড়িয়ে পেলাম ঝাঁচকচকে পিলুর সরগমে । পর্যাপ্ত আলো-হাওয়া ছিলো বেশ মনোরম পাতা ঝড়া মরশুম না থাকলেও  ছিলো গল্প লেখার মত পরিবেশ, তবু এগিয়ে চললাম এক সুরেলা পথে যেখানে শুদ্ধ - কোমল স্বরের এক অদ্ভূত মাতাল নেশা জড়িয়ে ধরে । যতদূর এগোই ততদূর তান - বিস্তারের বয়ে যাওয়া , বিছিয়ে আছে গান্ধার আর নিষাদ ছোট ছোট নুড়ির মতো , তার এক পাশে ধৈবতের ঝরোখা - আহা কি অপরূপ পিলুর সমাহার । দেশ - কাল - বোধের গন্ডি পেড়িয়ে লয়কারি ছুটছে সীমানা ছাড়িয়ে ! একটু ছুঁতে চাওয়ার চেষ্টা করতেই সেই কম্পন , সেই গমক , সে ধ্বনি তরঙ্গ - কিন্তু আমি অপারক , ক্লান্ত ! সে সুর , সে আবহে আমি মন্ত্রমুগ্ধের মতো চুপ করে বসে আছি উস্তাদি সরোদের  ঠিক পাশ ঘেঁষে । এখনও তারের মুর্চ্ছনার রেশ টুকু শোনা যায় , আর এই সুরের আবেশে মথিত চাঁদ আগাধ ধৈর্য্য নিয়ে অপেক্ষায় বসে , মুখে মিষ্টি চামেলির সুবাস মেশানো এক খিলি পান নিয়ে কখন সে এসে বসবে সাদা মখমলি ফরাসের কোলে প্রকৃতির সাজানো জলসার মধ্যমনি হয়ে --- আজ রাতে ।

2 comments:

  1. বাহ্ অনন্য উপস্থাপনা বন্ধু!

    ReplyDelete
  2. একটি অনন্য লেখা। অপূর্ব!

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি