Sunday, April 12, 2020

তন্দ্রা ভট্টাচার্য-এর কবিতা






যেমন আমার কষ্ট পাওয়া


আষাঢ়ে সন্ধ্যায় চোখে যদি বিষাদ লেগে থাকে
কেন কষ্ট পাই শুধু ?
চোখের কোনে  নদী খাল বিল , ঘরের   চার
দেওয়াল ধরে জমা অবসাদ
কাটাকুটি খেলে।কোনো আগন্তুক ফিরে গেছে গোপনে।তারা খসে গেলেএকছুটে যাই মাঠের পানে।
নিরলস ঘড়ি ,চরকা কাটে চাঁদের বুড়ি।
সব দোকান খোলা হয় ,কথা বেচে চলে যায় হাওয়া।মসকরা করে নিয়মের বুড়ো আঙুল।
প্রেম এলে গোপনে বিশ্বাস কেউ দাম দিয়ে কেনে
জীবনে লাল কালি পড়ে গেলে মস্ত ছুটি এ জীবনে।আছে সব কিছু ,নেই টুকু দম দিয়ে যাই।
অপেক্ষমান পথ গেছে এঁকেবেঁকে,আমিও সব ছেড়ে গেছি জল যেদিকে।কত ভুল ভেঙে টুকরো করা এ জীবন ! কেন তবে নয় 
কাঁটা বিহীন গোলাপ বন ?,
 

1 comment:

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি