Monday, April 13, 2020

মনোতোষ আচার্য -র কবিতা




  তিনটি কবিতা

## বিভূতি-প্রাচীন

অনন্ত চেতনা ধারা বয়ে যাবে তোমার উঠোনে
যে আলোর দেশ থেকে তোমার স্বদেশ কিছুমাত্র দূরে নয়
মুঠি মেপে তুলে নেওয়া শস্য-তণ্ডুলের স্বাদ
জিভের ভেতর অখণ্ড ধ্বনি-ব্রহ্মে লীন
যে শুভ থিতিয়ে আছে ব্যষ্টির সমূহ উদ্যমে
ইন্দ্রিয়জ জ্ঞানে পাই যে জ্যোতির দিশা...
কুসুম ছড়ানো পথ বিভূতি প্রাচীন।

কিশোর বয়স তোয়াক্কা করেনি তাই দীর্ঘলম্ফন 
দানবীয় চোখ, গাভীন মেঘের ধারা
ছড়িয়ে ছিটিয়ে পড়া ভুতুড়ে কথন... সন্ধ্যার আলোমাখা
বাহারি বাগান মিশে আছে শীতল নদীর জলে
বারোয়ারি বাঁকে ক্ষুধাতুর স্মৃতিপট দারিদ্র্য কালিতে ছিল লেখা
মায়াময় দৃশ্য পরম্পরা...   

## কুটুম মেয়েটি একা

ভালোবাসা বাঁধিয়েছি শক্ত মলাটে, কিছুতে ছেঁড়ে না পাতা
এ 'আমি'র নরম আদর, মায়াবী আকাশ গলে যায়
গ্রীষ্মে আমের বনে খালি পায়ে নকল মহড়া
সেজেছি সম্রাট
তরবারি ধরবার কৌশল শিখিনি বলে কতবার যুদ্ধে হেরেছি
সে বাহুবলের কাছে মিথ্যে হয় সাম্রাজ্যবিস্তার, রণনীতি...

স্কুলছুট দুপুরের বাদাড় পেরিয়ে আমরা এসেছি এক
রহস্য নদীর মিঠা স্রোতে যেখানে প্রাচীন মাছ
জীবনের সংলাপ জলে শ্বাস নেয়, চারাপোনা খেলিয়ে বেড়ায়
বঁড়শি জানে না তার স্বাভাবিক জীবন যাপন,
প্রতিশোধ তার তাই জানা হয় নাই।

গাছে গাছে কুল পেতে উঠবার আগে আমাদের শিস্তিতে
ছুটে যেত গ্যাংটা পাথর। বুভুক্ষু উদর তার পেয়েছিল স্বাদ
পৃথিবী নিশ্চয় জানে আরো জানে লতাপাতা, পুঁইমাদা, ঝিঙেমাচা
গোধূলির কুঁড়াজালি, রোগা চিংড়িরা...
পুদিনাপাতার গন্ধে জাদুওড়নার রঙ দেখে লুকিয়েছিল
পাকা উচ্ছে, কুমড়োর ফুল --- কুটুম মেয়েটি একা
জোনাকি পাহারা ...     

##  প্রত্ন-জীব

কোনোদিন লেখাটার শেষ আর হল না কখনো
পাঠক নামের এক প্রত্ন-জীব একা একা গোপন আঁধারে
হৃদয়ের জোনাকি জ্বালিয়ে যদি করে পাঠোদ্ধার 
অজানা খনিজ গন্ধে উথলে ওঠে মস্তিষ্কের রক্তপ্রবাহ
তবে তাই হবে শেষের লিখন...

পৃথিবীর বেদনা ও বন্দনার ভাষারীতি মেনে
শব্দ শৃঙখলা যত কাব্য বৈভব অসীম উদয়
নিবেদনে লেখা হবে প্রকৃতির জৈবনিক শান্তি সংগীত

স্রষ্টা মুহূর্তমাত্র সৃষ্টি যেন চিরন্তন নীরব প্রতীক
ঘুরে ঘুরে কথা বলে কালের দু'কানে
কোলাহলহীন অনন্ত নিখিল...লয়, তাল,মাত্রা বজায়
লেখাটা হবে না শেষ এই তার জাগতিক দায়...                                   
 
   
       

2 comments:

  1. প্রতিটি কবিতাই ভালো লাগল।
    ভালোবাসা নিও।

    ReplyDelete
  2. 'কুটুম মেয়েটি একা'কবিতার তৃতীয় স্তবকের শেষ শব্দটির কী অর্থ?
    পুরো কবিতাটি জীবানানন্দে হারিয়ে গেছে, এটা পরিতাপের বিষয় !
    বাকি দুটো কবিতায় মনোতোষের কবি-মানসিকতা পূর্বাপর প্রত্যাশিত।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি