Monday, April 13, 2020

প্রবালকুমার বসু-র কবিতা





ভুল হয়ে যায় 


ভেবেছিলে
হয়তো এরকমই ভেবেছিলে
পুরনো বাড়িটা ভেঙে
একেবারে ভেঙে
আবার নতুন করে
সম্পূর্ণ নতুন করে
তৈরি করতে পারলে
আমাদের যাবতীয় বিদ্বেষ ভুলে
আমরা আবার নতুন বাড়িতে
নতুন ডিজাইনের বাড়িতে
নতুন করে থাকা শুরু করতে পারব

আমাদের ভাবনার ভিতর
যে ভুলগুলি লুকিয়ে থাকে
সেই সব ভুল বুঝে উঠতে
বরাবরই ভুল হয়ে যায়
ভুল হয়েই যায়

1 comment:

  1. আপনার অন্যান্য কবিতার( যে কবিতা পূর্বে পড়েছি) থেকে এটা একটু আলাদা লাগল।বেশ ভালোই লাগল।ভালোই লিখেছেন প্রবালদা।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি