Monday, April 13, 2020

অংশুমান কর-এর কবিতা




মরণ

সকালে উঠে খুলে দিই জানালা
নবীন সন্ন্যাসীর মতো রোদ এসে পড়ে বিছানায়।
ভাল লাগে।
বেলা একটু বাড়লেই
সামনের পলাশ গাছে এসে বসে টিয়াপাখির ঝাঁক
ভাল লাগে।
বিকেলের দিকে মাঝে মাঝে এসে দাঁড়াই বারান্দায়
দেখি পাতা খসে পড়ার মতো নিঃশব্দে
সন্ধে নামছে।
ভাল লাগে।

মারা গেছে কত মানুষ।
কত মানুষের চাকরি নেই। কত কত মানুষ
বাড়ি ফিরবে বলে হাঁটছে তো হাঁটছেই...
আর আমার ভাল লাগছে রোদ্দুর,
ভাল লাগছে টিয়া, ভাল লাগছে সন্ধে।।

ওগো আমার সৌন্দর্যের প্রতি লালসা,
তোমার মরণ কবে হবে?

31 comments:

  1. খুব সুন্দর ও বাস্তব।

    ReplyDelete
  2. এই বিলাসিতার মৃত্যু সত্যি দরকার

    ReplyDelete
    Replies
    1. সেইটে কিন্তু আমার ঠিক মনে হয়নি।

      Delete
  3. এ চোখ মরে যাক চাই না। সব কিছুই সমান্তরালে চলুক।আশা হত হলে হাত ধরবে কি করে!

    ReplyDelete
  4. Tarabagh choker samne ese gelo sir....

    ReplyDelete
  5. এও এক দৃশ্য হয়তো। এসব দেখাই হতো না হয়তো কোনোদিন।

    ReplyDelete
  6. অপূর্ব দাদা

    ReplyDelete
  7. ভালো লাগলো অংশু। সত্যি, এখন সৌন্দর্য বিলাসিতার সময় নয়।

    ReplyDelete
    Replies
    1. কিন্তু প্রকৃতির যা কিছু সুন্দর তার প্রতি লোভ যে যায় না!

      Delete
  8. উজ্জ্বল আর বিষন্ন সৌন্দর্য।
    খুব ভালো একটা লেখা

    ReplyDelete
  9. আমার সৌন্দর্যের প্রতি লালসার কোনোদিনই মৃত্যু হবে না। কারণ আমি জন্মগত প্রকৃতিপ্রেমী হিরো,আমি মানুষ তাই বড়োই আশাবাদী।তাই ধ্বংসের মাঝে দাঁড়িয়েও বাঁচার স্বপ্ন দেখি। আমার এই লালসা আমার বিলাসিতা নয়,আমার অমানবিকতাও নয়,হয়তো এ হলো চারিদিকে ঘটে চলা মর্মান্তিক ঘটনা থেকে পাওয়া বিষণ্ণতা,উদ্বিগ্নতা, হতাশাকে ভুলে থাকার ওষুধ।

    ReplyDelete
  10. 'হিরো'কথাটি লেখার ভুল।

    ReplyDelete
  11. ওগো আমার সৌন্দর্য লালসা /সৌন্দর্য বিলাসিতা,
    তোমার মরণ হবে কবে ?
    'প্রতি'-র আর প্রয়োজন কী ?

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি