Monday, April 13, 2020

শ্যামল মজুমদার -এর কবিতা




দিনলিপি 

ঘরে ফেরার তেমন কোন তাড়াই নেই , 
জেনে গেছে সস্তা দামের হাওয়াই চটি । 
বাজার বন্ধ, চাল ডালের হদিশ চাই ,
পাইকারিতে মানুষ কেনার ফন্দি আঁটি । 

স্তব্ধ জীবন । দেশ খেয়েছে মহামারী । 
প্রেমের স্মৃতি বাদাম ভাজায় ডানা মেলে , 
যাত্রী নেই । ফাঁকা স্টেশন - বন্ধ ঘড়ি ।
ফাটল হাসে মিটিমিটি উড়ালপুলে ।

ঘুমের দিশা চায়ের কাপে। আলসেমিতে,
হেঁটে বেড়াই একা একা এঘর ও ঘর ;
মেসেঞ্জারের সবুজ আলোয় রাত্রি কাটে -
কোকিল ডাকে-ক্লান্ত গলি-নিঝুম প্রহর ।

শব্দ দিয়ে বুঝতে থাকি বান্ধবী মন ।
ক্ষুধারা সব বেহেস্ত গেল আঁশ ও মাছে ;
মনের কাঁটা মিথুন রাশি, দেবারি গণ ।
স্বপ্নে চিনি অনেক স্বপ্ন জেগে আছে ।


এখনও জীবনানন্দ ট্রাম লাইলে হেঁটে যান 

যতদূর শোনা যায় কান পেতে শুনি শিহরণ 
ঘোর লাগে, ইচ্ছে হয় ভালোলাগা শোনাই দুহাতে-
নিজেকে উপুড় করি, ক্ষয়ে যাওয়া দিন মাস সন  
চুপিচুপি বলে,তারকভস্কি'র মতো মানুষ চেনাতে।

কেউ কি লিখেছে বসে ঝিমচোখে লাশকাটা ঘর? 
ধর্ষণের চিহ্ন নেই, সারি সারি মাইলফলক
বহুদূর হেঁটে গেছে জোছনা পেতে চাঁদ বরাবর । 
যে কবিতা যতিহীন তারও আজ মোক্ষলাভ হোক । 

ছন্দের তর্জমা নেই  - কবিদের খুব ফরমান । 
এখনও জীবনানন্দ ট্রামলাইন ধরে হেঁটে যান...



1 comment:

  1. অসম্ভব ভালো লাগা দু'টো কবিতা।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি