Monday, April 13, 2020

হিন্দোল ভট্টাচার্য-এর কবিতা






মৃৎফলকের কবিতা 


যদি দুঃখ মরে যায়, কাকে বলব যন্ত্রণার কথা?
আমি তো তেমন কোনও মহাকাল নই
প্রাচীন বেদেনী এক, মন্ত্র পড়ে ঝাপি খুলে দিয়ে
আদিম শ্বাপদ যেন ছুটে আসে বুকের উপরে।
কেন যে বিষাদকথা লিখি এতো, কেন লিখি যম
দেওয়ালে ফাটল ধরে, আকাশে কঙ্কাল হয় গাছ
চাঁদ অহঙ্কারী হয় জোয়ারে-ভাঁটায়…
আমাকে বোঝনি তুমি, তোমাকেও বুঝিনি কখনও
এখন সুন্দর লিখতে ভয় হয়, মিথ্যে কথা লিখে
গুহামানবের শিল্প রচিত হয়নি কোনওদিন
আমি তো কেবল এক অশ্বারোহী, যার
ঘোড়া ছুটে চলে গেছে আগুনের দিকে।

4 comments:

  1. ভাল লাগল। প্রথম লাইন ও শেষ দুলাইন মনে থেকে যাবে।

    ReplyDelete
  2. হিন্দোলদা,অসাধারণ হয়েছে।কাল থেকে কালে ছুঁয়ে যাওয়ার কবিতা।

    খুবই ভালো লাগল।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি