Monday, April 13, 2020

পার্থজিৎ চন্দ-এর কবিতা




ওয়টার লিলি


(উৎসর্গ – ক্লদ মনে)

অরিগ্যামি-সমুদ্রে থেকে বারবার ভেসে উঠেছিল ধূসর ডলফিন
আর বালির ওপর দিয়ে নিজের শরীর ঘষে
ড্রাই-ডকে ফিরে আসছিল বিষন্ন ও মায়াবী জাহাজ
মাতৃমুখী জেলেটির ঘুমে গিঁথে থাকা মাটির নোঙর
এঁকে বেঁকে চলে গেছে নীল জলের ইশারায়

আজ আমি অরিগ্যামি-সমুদ্র থেকে চুপচাপ উপড়ে ফেলি বয়া
এক শূন্যের চারপাশে এরপর দিশাহারা ঘুরতে ঘুরতে
আত্মহত্যা করবে তোমার শরীর

কিন্তু তার আগে তোমার আত্মাকে মুঠো করে ধরে
আমি চলে যাচ্ছি লতাপাতা-ঘেরা নির্জন জলাশয়ে

অরিগ্যামি-ডলফিন, তোমাকে অন্তত একবার আমি এই আলৌকিক জলে
প্রকৃত লিলির নীচে মেরে ফেলতে চাই

5 comments:

  1. অসামান্য কবিতা। আমি কবিতা পড়তে গিয়ে তার রূপ খুঁজি, নতুন চিন্তা, গঠন। সবার কবিতায় পাইনা।
    আপনার কবিতায় পাই।
    আমার প্রিয় কবি আপনি।

    ReplyDelete
  2. ভীষণ ভালো কবিতা। প্রিয় কবি। সমস্ত সময়ে লিখনকুশলী হয়ে এরকম পরমহংস থাকা খুব কম জনের কাজ।

    ReplyDelete
  3. এক ঘোরময় সৌন্দর্য নিয়ে আঁকা এক কবিতাশরীর।চিরকালীন বিমুগ্ধতা

    ReplyDelete
  4. খুবই সুন্দর হয়েছে পার্থজিৎদা।তোমার "ক্যাসিনোয় লেখা কবিতা" পড়ছি বর্তমানে।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

একটি বিষয়ে আমাদের সকলের একমত হতেই হবে ভিন্ন মতের ও ভিন্ন রুচির বহুস্তরকে সম্মান জানিয়েও, যে, আমরা এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করছি। মানুষ...

বেশিবার পড়া হয়েছে যেগুলি